জেলার খবর

আত্রাইয়ে ব্রিজ নির্মাণে ধীরগতি, সুযোগ নিচ্ছে প্রভাবশালী মহল

নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া এলাকায় খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ দীর্ঘসূত্রতায় আটকে থাকায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে পুরনো ব্রিজটি ভেঙে ফেলা হলেও নতুন ব্রিজের কাজ এখনও শেষ হয়নি।

প্রায় দুই বছর আগে কাজ শুরু হলেও এ পর্যন্ত অগ্রগতি সন্তোষজনক নয়। ফলে হাজার হাজার মানুষকে প্রতিদিন বিকল্প সাঁকো কিংবা নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। বিকল্প সাঁকোটি আবার বর্ষায় পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন পুরোপুরি নৌকা নির্ভরশীল হতে হয়েছে।

অভিযোগ রয়েছে, নৌকায় যাতায়াত ফ্রি রাখার কথা থাকলেও একটি প্রভাবশালী মহল যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে। ৫০ মিটার পানিপথ পার হতে যাত্রীদের ৫–১০ টাকা দিতে হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষদের উপর অতিরিক্ত বোঝা চাপছে।

স্থানীয় স্কুল–কলেজগামী শিক্ষার্থীরা বলছে, প্রতিদিন নৌকা পারাপারে তাদের শিক্ষা জীবনে ভোগান্তি হচ্ছে। অনেক সময় নৌকা না পেলে স্কুলে যেতে দেরি হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল পর্যন্ত নৌকায় পারাপার করতে হচ্ছে।

শ্রীরামপুর গ্রামের বাসিন্দা নাইম হোসেন বলেন, “বর্ষায় বিকল্প রাস্তা ডুবে গেলে আমরা একেবারে আটকা পড়ে যাই। নৌকায় পারাপার করতে টাকা দিতে হয়, যা অন্যায্য।”

এলাকার মানুষের অভিযোগ, কর্তৃপক্ষ যথাসময়ে ব্রিজের কাজ সম্পন্ন করলে এ দুর্ভোগ পোহাতে হতো না। তারা দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, “প্রকল্পের মূল কার্যক্রম নওগাঁ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে। তবে আমরা স্থানীয়ভাবে তদারকি করছি। চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার।”

এলাকাবাসীর মতে, অবিলম্বে ব্রিজের কাজ সম্পন্ন না হলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

মতামত দিন