জেলার খবর

আত্রাইয়ে পাহাড়ি ঢলে ডুবে গেল আমনের ক্ষেত, কৃষকের আর্তনাদ

নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর আত্রাই উপজেলায় আমন ধানের ক্ষেত ডুবে গিয়ে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে উপজেলার মনিয়ারী, বিশা, সাহাগোলা, ভোঁপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। মঙ্গলবার পর্যন্ত প্রায় আড়াই হাজার বিঘা জমির ফসল পানির নিচে ডুবে গেছে বলে জানা গেছে।

মনিয়ারী গ্রামের কৃষক আব্দুল আলিম বলেন, “আমি বর্গা নেওয়া জমিতে ধান লাগিয়েছিলাম। ১০ বিঘা জমির সব ফসল এখন পানির নিচে। এতে প্রায় ৬০ হাজার টাকা লোকসান হবে।” সাহেবগঞ্জ গ্রামের কৃষক মুজাম বলেন, “অনেক জায়গায় কালভার্ট বন্ধ হয়ে আছে, পানি নামতে পারছে না। ফলে ফসলের ক্ষতি আরও বাড়ছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, “এ বছর আত্রাইয়ে ৬ হাজার ৪৯৫ হেক্টর জমিতে আমন ধান রোপণ হয়েছে। এর মধ্যে প্রায় আড়াই হাজার বিঘা জমি প্লাবিত। পানি দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।”

মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন জানান, “আমি নিজে ৯০ বিঘা জমিতে চাষ করেছিলাম। সবই ডুবে গেছে। অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

মির্জাপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, “৫ বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। যত্ন করে সার-ওষুধ দিয়েছিলাম, কিন্তু নদীর পানি বেড়ে সব ডুবে গেল।”

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, “বর্তমানে আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে পানি বিপদসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি না হলে ২-১ দিনের মধ্যে পানি কমবে, তবে আরও বৃষ্টি হলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।”

কৃষকরা সরকারের কাছে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানাচ্ছেন, যাতে তারা আগামী মৌসুমে চাষাবাদে ফিরতে পারেন।

মতামত দিন