জেলার খবর

অস্ত্র-কার্তুজসহ ধরা খেলেন ইউপিডিএফ মূলের কালেক্টর

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের প্রভাবশালী কালেক্টর কলইপা ত্রিপুরা (৩৫) গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

সেনা সূত্রে জানা যায়, জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতায় এলআরপি (Long Range Patrol) ডোমিনেশন চলাকালে একটি অবৈধ কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশি তৈরি লংগান (এলজি), একটি কার্তুজ এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি মূলত চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের জন্য ব্যবহার করা হতো। কলইপা ত্রিপুরা দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করতেন।

অভিযান শেষে রাত সাড়ে ১২টায় তাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার ওসি মো. এনামূল হক বলেন, “অস্ত্র আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, কলইপা ত্রিপুরা গুইমারা ও আশপাশের এলাকায় ইউপিডিএফ (মূল) দলের হয়ে দীর্ঘদিন ধরে অর্থ সংগ্রহ করে আসছিলেন। এ কারণে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। সেনাবাহিনীর এ অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে বলে তারা মনে করছেন।

মতামত দিন