জেলার খবর

অর্থের অভাবে মৌলভীবাজারে কিডনি রোগীদের সেবা ঝুঁকিতে

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা অর্থ বরাদ্দ না পেলে বন্ধ হওয়ার মুখে। বর্তমানে নতুন রোগীদের সেবা বন্ধ রয়েছে, আর মাত্র ১৫ জন পুরোনো রোগীকে সীমিত পরিসরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে মোট ১৭টি মেশিন থাকলেও সচল রয়েছে ১৫টি। রোগীদের জন্য ৪৮ সেশন ডায়ালাইসিসের প্যাকেজ খরচ ২০ হাজার টাকা। সরকারি ভর্তুকির কারণে রোগীরা কম খরচে সেবা পান, কিন্তু নতুন রোগীরা এ সুবিধা পাচ্ছেন না। মাসে ৩০০ সেশন পরিচালনার জন্য বছরে প্রায় ১ কোটি টাকা প্রয়োজন।

রোগীরা জানান, ডায়ালাইসিস ছাড়া বাঁচা সম্ভব নয়। বেসরকারি হাসপাতাল ছাড়া বিকল্প নেই, যেখানে প্রতি সেশনের খরচ ৩,৫০০ টাকা বা তার বেশি। অনেক রোগী বাধ্য হয়ে সিলেটে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। দেশে কিডনি রোগীর সংখ্যা প্রায় ২ কোটি, তবে মাত্র ২৫ শতাংশ চিকিৎসার খরচ বহন করতে পারে।

উপপরিচালক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, আগের রোগীদের আরও মাসখানেক সেবা দেওয়া সম্ভব, তবে নতুন রোগীদের নেওয়া যাচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসক বলেন, বরাদ্দ পেলে ডায়ালাইসিস সেবা চালু রাখা সম্ভব হবে।

মতামত দিন