জেলার খবর

অরুয়াইলে সরকারি ঘাট দখলে ভূমিদস্যুর ‘বাঁশতন্ত্র’ চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে নদীর পাড়ঘেঁষে নির্মিত সরকারি ঘাটটি আবারও প্রভাবশালী মহলের দখলে চলে গেছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘাটটি দখলমুক্ত করার পর এক বছরের মধ্যেই পুনরায় বাঁশ ও দোকান বসিয়ে দখলে নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঘাটটি দখলের কারণে হাটে আসা হাজার হাজার মানুষ পণ্য ওঠানামায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, ঘাটের ওপর বাঁশ দিয়ে অবরুদ্ধ করা হয়েছে এবং একটি টং বসানো হয়েছে, যেন এটি একটি ব্যক্তিগত স্থাপনা।

ব্যবসায়ী মো. বাদল মিয়া বলেন, “বিশ্ব ব্যাংকের টাকায় নির্মিত ঘাট এখনো দখলমুক্ত হয়নি। অভিনব কায়দায় দখলে নিচ্ছে কিছু ভূমিদস্যু।”
অরুয়াইল বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “উপজেলা প্রশাসনের মাধ্যমে ঘাট উদ্ধার করে জনগণের জন্য ব্যবহার উপযোগী করা হয়েছিল। কিন্তু আবার দখল হওয়ায় আমরা দুঃখিত।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. মাজহারুল হক বলেন, “আমরা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন আবার ঘাটটি উদ্ধার করা হয়।”

মো. আরিফুল ইসলাম সুমন জানান, “গত বছর উপজেলা প্রশাসন কয়েক লাখ টাকা ব্যয়ে ঘাটটি উদ্ধার করে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়ার মাধ্যমে। এখন দখলের দায় তারও কিছুটা আছে।”

স্থানীয়রা জানান, ঘাট দখলের বিষয়টি অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও একাধিকবার বিষয়টি আলোচনা হয়েছে। তবু দখল বন্ধ হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, “সরকারি সম্পত্তি কেউ দখল করতে পারবে না। নথি তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন