জেলার খবর

অবৈধ ড্রেজার ধ্বংস: ইউএনওর হুঁশিয়ারি, অভিযান চলবে

রাজবাড়ী প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরা পদ্মায় অবৈধভাবে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনায় উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।

ইউএনও নাহিদুর রহমান বলেন, অনুমতি ছাড়া ড্রেজার বসিয়ে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণে দুটি ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে স্থানীয়দের সতর্ক করা হয়েছে যেন আর কেউ অনুমতি ছাড়া বালু উত্তোলনের সঙ্গে জড়িত না হয়।

তিনি বলেন, "যারা এই ধরনের কাজে জড়িত তারা মনে রাখবেন, ভবিষ্যতে ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের অনুমতি ছাড়া কোনো জমি, পুকুর বা নদী থেকে বালু-মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।"

প্রশাসনের এই কার্যক্রমে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকায় নদী ভাঙন এবং কৃষিজমি ক্ষতির শঙ্কা বাড়ছিল। নিয়মিত অভিযান হলে এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে এবং পরিবেশ সুরক্ষিত থাকবে।

মতামত দিন