জেলার খবর

অটোরিকশায় ফ্রী সিম বিক্রি, প্রতারণার ফাঁদে বৃদ্ধা ও সাধারণ মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জামতৈল গ্রামের বৃদ্ধা ফাতেমা বেগম (৬৮) নিজেও পড়েছেন ফ্রি সিমকার্ড প্রতারণার ফাঁদে। কিছুদিন আগে এক ব্যক্তিকে হুমকি দিয়ে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে তার নামে রেজিস্ট্রিকৃত একটি বিকাশ একাউন্ট থেকে। অভিযোগকারীর অনুসন্ধানে জানা যায়, 016187***68 নাম্বারটি তার নামে নিবন্ধিত।

ফাতেমা বেগম জানান, “তিন বছর আগে ব্যাটারি চালিত অটোরিকশায় ফেরিওয়ালা এসে ২০ টাকায় একটি রবি সিমকার্ড দেয়। তারা আমার বারবার আঙুলের ছাপ নিয়েছিলো, কিন্তু আমাকে শুধু একটিই সিম দিয়েছিলো। বাকিগুলো তারা নিজেরা ব্যবহার করেছে।”

একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন কোনাবাড়ি বাজারের বাসিন্দা মো. রনি। তিনি বলেন, “ফেরিওয়ালার কাছ থেকে ২০ টাকায় সিম কিনেছিলাম। পরে বিকাশ করতে গেলে জানতে পারি, আগেই আমার এনআইডি দিয়ে একাউন্ট খোলা হয়েছে। অথচ আমি কিছুই জানি না।”

রবি-এয়ারটেলের মধুপুর জোনের এরিয়া ম্যানেজার মো. তারেক হোসেন বলেন, “আমি এখানে নতুন এসেছি। আগের অভিযোগ পাওয়ার পর গোপালপুরের পুরো হাউজ বন্ধ করে আগের কর্মীদের সরিয়ে দিয়েছি। এখন টেকনিক্যালি এ ধরনের প্রতারণা সম্ভব নয়।”

আশা কসমেটিকস ও টেলিকমের মালিক আশরাফুল আলম বলেন, “গ্রাহকদের সচেতন হতে হবে। অনুমোদিত দোকান ছাড়া সিম বা বিকাশ একাউন্ট করা যাবে না।”

এ বিষয়ে ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বলেন, তার ইউনিয়নের একাধিক মানুষ এমন প্রতারণার শিকার হয়েছেন। তিনি বলেন, “আমার ইউনিয়নে ফেরি সিম বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছি। কাউকে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন