জেলার খবর

অটোচার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে গিয়ে প্রাণ গেলো চালকের

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পহির উদ্দীন (৫২) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে জানান, তাঁর বাবা নামাজ শেষে বাড়িতে ফিরে অটোচার্জারের বিদ্যুৎ লাইন ছাড়াতে যান। এসময় তিনি অসতর্কভাবে বিদ্যুতের সংস্পর্শে আসেন। মেয়ে বলেন, “আমি টিউবওয়েলে মুখ ধুতে গিয়ে দেখি বাবা বিদ্যুতের তারে আটকে আছেন। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে মেইন সুইচ বন্ধ করি। বাবা মাটিতে লুটিয়ে পড়লে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তার জানান, বাবা মারা গেছেন।”

এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও গভীর শোক প্রকাশ করেন। নিহতের চাচাতো ভাই আব্দুস সোবহান বলেন, “ফজরের নামাজ একসাথে আদায় করার পর আমরা বাড়ি ফিরি। কিছুক্ষণ পরেই শুনি পহির বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।”

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, “এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা হয়েছে। লাশ দাফনের অনুমতিও দেওয়া হয়েছে।”

স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে মানা হয় না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা বলেন, এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হলো বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সচেতনতা কতটা প্রয়োজন।

মতামত দিন