‘না’ ভোট বেশি হলে হবে পুনরায় নির্বাচন: ইসি মো. সানাউল্লাহ
ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচনে ‘না’ ভোটের প্রভাব বাড়ছে, এখন থেকে একক প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি সোমবার (১১ আগস্ট) নির্বাচন ভবনে কমিশনের মুলতবি সভার পর সাংবাদিকদের এসব কথা জানান।তিনি বলেন, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তাকে স্বয়ংক্রিয় বিজয়ী ঘোষণা করা হতো, কিন্তু নতুন বিধি অনুযায়ী তাকে ‘না’ ভোটের বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তাহলে ওই আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন এখন থেকে অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের কারণে একটি, একাধিক বা পুরো আসনের ফল বাতিল ও স্থগিত করার অধিকার রাখে। ফলাফল ঘোষণার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগও নিশ্চিত করা হবে।
ইসি সানাউল্লাহ বলেন, এই নতুন বিধিমালা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং ভোটারদের অধিকার রক্ষা করবে। এছাড়া, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখা হবে।
নির্বাচন কমিশন আশা করে যে, নতুন নিয়মাবলী জনগণের মাঝে নির্বাচনের প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত দিন