জাতীয়

১৫ আগস্টের সরকারি আয়োজন এখন ইতিহাসের পাতায়

ডেস্ক রিপোর্ট ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও সরকারি ছুটি এখন আর দেশের সরকারি ক্যালেন্ডারে নেই। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ১৩ আগস্ট ঘোষণা দেয়— আর কোনো সরকারি দপ্তরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে না এবং এ দিনের সাধারণ ছুটি বাতিল করা হবে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ রুলস অব বিজনেস, ১৯৯৬ সংশোধন করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দেয়। এর ফলে রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস’-এ মন্ত্রিপরিষদের অধীনে থাকা Item No. 9A এবং সংশ্লিষ্ট এন্ট্রি বিলুপ্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ সংশোধন কার্যকর করেছেন বলে উল্লেখ করা হয়েছে। একইসাথে এটি গেজেটে প্রকাশিত হয়েছে, যা আইনগতভাবে কার্যকর হলো।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্টকে ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে সারা দেশে পালন করা হয়। দিনটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শোক পতাকা উত্তোলন, মিলাদ, আলোচনা সভা ও অন্যান্য আনুষ্ঠানিকতা থাকত। তবে রাজনৈতিক পরিবর্তনের পর দিনটি আর সরকারি আয়োজনে পালিত হচ্ছে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক দিক নির্দেশ করছে। ভবিষ্যতে দিবসটি পালনের ধরন সম্পূর্ণ নির্ভর করবে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির সিদ্ধান্তের ওপর।

মতামত দিন