জাতীয়

হাসিনা সরকার ইসলাম বিদ্বেষী : আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর তালিকা পর্যালোচনা করে সেগুলোর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে ড. আসিফ নজরুল বলেন, “ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের নানা নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর অন্যতম ছিল মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি।” তিনি জানান, এসব মামলার একটি তালিকা হেফাজতের নেতারা কিছুদিন আগে সরবরাহ করেছেন এবং এখন সেগুলো যাচাই-বাছাই চলছে। যেসব মামলা সত্যিকার অর্থে হয়রানিমূলক, সেগুলো আইনগত প্রক্রিয়ায় প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, “আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীলভাবে এগোচ্ছি এবং আইনের আলোকে প্রতিটি মামলা খতিয়ে দেখা হচ্ছে।” তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আমি সবসময় মজলুমদের পক্ষে। আরও বেশি করে নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই।”

এছাড়াও হেফাজতে ইসলামের পক্ষ থেকে ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর ব্যাপারেও সহযোগিতার অনুরোধ করা হয়েছে বলে জানান ড. নজরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, “ফারাবীর বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি, যেন ন্যায়বিচারের স্বার্থে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।”

ড. নজরুলের এই অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে সরকারের ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত। ধর্মীয় সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, “আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক অপচেষ্টা ছিল। এই উদ্যোগ অনেকটা স্বস্তি এনে দিয়েছে।”

তবে এসব মামলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সরকারিভাবে কী সিদ্ধান্ত আসবে তা সময়ই বলে দেবে। তবে আইন উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট, ন্যায়বিচার নিশ্চিত করতেই এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতামত দিন