সৎ ও কর্মরত সাংবাদিকদের জন্য নতুন অ্যাক্রিডিটেশন কার্ড শিগগিরই
ডেস্ক রিপোর্ট ॥ সৎ ও কর্মরত সাংবাদিকদের জন্য শিগগিরই নতুন অ্যাক্রিডিটেশন কার্ড বিতরণ শুরু হতে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বৃহস্পতিবার এক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ঘোষণা দেন।তিনি বলেন, “এবার শুধু সৎ ও প্রকৃত সাংবাদিকরাই কার্ড পাবেন। আগে অনেকেই এই কার্ড ব্যবহার করতেন ব্যক্তিগত সুবিধার জন্য, এমনকি রাজনৈতিক দলের নেতারাও সচিবালয়ে প্রবেশ করে লবিং করতেন। এই অনিয়ম ঠেকাতেই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।”
শফিকুল আলম জানান, সম্প্রতি ১৬৭ জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল যা ছিল একটি ভুল সিদ্ধান্ত। সেই ভুল সংশোধনের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে এবং সাংবাদিকবান্ধব নীতিমালা তৈরি হয়েছে যাতে প্রকৃত সাংবাদিকরা সহজেই কার্ড পেতে পারেন।
তিনি আরও বলেন, “পুরানো ব্যবস্থায় বিদেশে সাংবাদিকতা করার জন্য সরকারের অনুমতি নিতে হতো, এমনকি সরকারের প্রশংসা করাও অনেক সময় বাধ্যতামূলক ছিল। নতুন নীতিমালায় এসব কড়াকড়ি শিথিল করা হয়েছে, ফলে সাংবাদিকরা আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন।”
সভায় অংশগ্রহণকারী সাংবাদিক ও অতিথিরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, এর ফলে দেশে সাংবাদিকতার পরিবেশ আরও স্বচ্ছ ও পেশাদার হবে।
প্রেস সচিব জানান, এবার যেসব সাংবাদিক সচিবালয়ে প্রবেশের বাস্তব প্রয়োজন আছে, শুধুমাত্র তারাই কার্ড পাবেন। এটি প্রক্রিয়াকে স্বচ্ছ, দায়িত্বশীল এবং পেশাদারিত্বের মাপকাঠিতে পরিচালনার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, এই পরিবর্তন সাংবাদিকদের কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করবে।
মতামত দিন