জাতীয়

সৌদি আরবে মেগা প্রকল্পে বাংলাদেশি শ্রমিকের বড় সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট ॥ সৌদি আরবে আসন্ন বিশ্ব মেগা ইভেন্টগুলোর কর্মসূচি বাস্তবায়নে আরও বেশি দক্ষ কর্মী পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার (৫ মে) রিয়াদে সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আব্দুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৈঠকে ড. নজরুল বলেন, ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে সৌদি আরবে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এসব মেগা প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি দক্ষ কর্মীদের দক্ষতা কাজে লাগানোর জন্য এখনই প্রস্তুতি নেওয়া দরকার।

তিনি সৌদি সরকারের উদ্দেশে প্রস্তাব দেন, নিয়োগদাতার সক্ষমতা যাচাই, অনলাইনে চুক্তি স্বাক্ষর এবং কর্মীদের জন্য সৌদি শ্রম আইন, ভাষা, সংস্কৃতি ও নিরাপত্তা বিষয়ে আগাম প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। এতে করে প্রবাসী কর্মীরা সৌদি আরবে গিয়ে পেশাগত ও সামাজিকভাবে সহজে খাপ খাইয়ে নিতে পারবেন।

বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে সৌদি প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে কিছু টিটিসি শুধুমাত্র সৌদিগামী কর্মীদের জন্য বরাদ্দ রাখা যেতে পারে। একই সঙ্গে সৌদি আরবেও বাংলাদেশি প্রশিক্ষকদের জন্য স্কিল আপগ্রেডেশন প্রোগ্রাম চালুর পরামর্শ দেন তিনি।

বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের নির্মাণ, সেবা ও শিল্পখাতে ইতোমধ্যেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছে উল্লেখ করে ড. নজরুল বলেন, এই ইতিবাচক অভিজ্ঞতা কাজে লাগিয়ে উভয় দেশের মধ্যে সমন্বয় আরও জোরদার করা উচিত।

বৈঠকে তিনি ঢাকা আয়োজিত আগামী ৮-৯ অক্টোবরের যৌথ কমিশন সভা সম্পর্কে সৌদি প্রতিনিধিকে অবহিত করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আরও বলেন, অনিবন্ধিত অভিবাসী কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

মতামত দিন