সীমানা নিয়ে ১ হাজার ৭৬০ দাবি-আপত্তি, নিরপেক্ষতার প্রতিশ্রুতি সিইসির
ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ প্রক্রিয়ায় ৮৩টি আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়েছে নির্বাচন কমিশনে। রবিবার (২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে এসব শুনানি, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত।নির্বাচন ভবনে সকাল থেকেই আবেদনকারীদের ভিড় দেখা যায়। ইসি সচিব জানিয়েছেন, এদিন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন আসনের দাবি-আপত্তি শোনা হচ্ছে। প্রতিটি ধাপে আবেদনকারীরা তাদের যৌক্তিকতা উপস্থাপন করছেন এবং কমিশন তা নথিবদ্ধ করছে।
ইসি সূত্র বলছে, ৩০ জুলাই প্রকাশিত খসড়া সীমানায় ভোটার ভারসাম্য রক্ষায় কয়েকটি বড় পরিবর্তন আনা হয়েছে। গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬ করা হয়েছে এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩ করা হয়েছে। এতে কিছু এলাকায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
আবেদনকারীরা অভিযোগ করেন, কিছু সীমানা পুনর্নির্ধারণে ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে অনেকে মনে করছেন, নতুন সীমানা ভোটার সংখ্যা সমতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুনানি উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমরা পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে শুনানিতে উপস্থাপিত যৌক্তিক বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।”
ইসি জানিয়েছে, শুনানি শেষে ২৭ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে এবং ৩০০ আসনের নতুন সীমানা গেজেট আকারে প্রকাশ করা হবে। নির্বাচনকে সামনে রেখে কমিশনের এই প্রক্রিয়া রাজনৈতিক দল ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
মতামত দিন