সাহসিকতায় ৬২ পুলিশ পাচ্ছেন রাষ্ট্রীয় পদক, গুরুত্ব পেয়েছে যোগ্যতা
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে এই চারটি ক্যাটাগরিতে এবার পদক প্রদান করা হবে। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেবেন।পুলিশ সদরদপ্তরের একটি সূত্র জানিয়েছে, পুরস্কারপ্রাপ্তদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহেই এ তালিকা গেজেট আকারে প্রকাশিত হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যারা প্রকৃত অর্থে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, শুধুমাত্র তাদেরই পদকের জন্য মনোনীত করা হয়েছে। এ কারণেই এবার পদকের সংখ্যা পূর্ববর্তী সময়ের তুলনায় অনেক কম।
অন্তর্বর্তী সরকারের সময়কালের এটি হবে প্রথম পুলিশ সপ্তাহ। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হবে আগামী ২৯ এপ্রিল। রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান উপদেষ্টা উদ্বোধনী বক্তব্য রাখবেন। এরপর অনুষ্ঠিত হবে বিশেষ দরবার এবং সেখানেই পদক প্রদান করা হবে।
পুলিশ সপ্তাহে অংশ নিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যরা ঢাকায় আসতে শুরু করেছেন। আয়োজনে অংশ নেবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিট প্রধান এবং বিশিষ্ট অতিথিরা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই পদক প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মতামত দিন