জাতীয়

সাবেক সিইসিদের দুঃখজনক পরিণতি, গভীর বিশ্লেষণ জরুরি

ডেস্ক রিপোর্ট ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাছউদ শুক্রবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের দুঃখজনক পরিণতি নিয়ে গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জুতার মালা পরানো হয়েছে, আরেকজন বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো, তার পেছনে দায়ী কে—তার ওপর বিস্তারিত গবেষণা করা উচিত।”

নির্বাচনী প্রক্রিয়ার ঝুঁকিপূর্ণতা তুলে ধরে তিনি জানান, অনেকেই আশঙ্কা করছেন যে নির্বাচন সহজ হবে না। তবে বর্তমান সময়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য মূল নির্দেশনা হলো আইন ও সংবিধান মেনে কাজ করা। তিনি বলেন, “হোয়াটস আ মেকানিজম—আমরা কীভাবে দায়িত্ব পালন করব, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। নিজের দায়িত্ব আইন অনুযায়ী পালন করলে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে।”

মাছউদ কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, “কে কী ভাবল বা কী করল, তা নিয়ে চিন্তা না করে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন ও সংবিধান মেনে কাজ করলে কোনও প্রশ্ন উঠবে না এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।”

তিনি প্রিসাইডিং অফিসারদের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। বলেন, “ফেয়ার ইলেকশন কনডাক্ট করার মূল ব্যক্তি তারা। তাদের দায়িত্ব ঝুঁকিপূর্ণ হলেও আইন অনুযায়ী পালন করতে হবে।”

এছাড়া তিনি সতর্ক করেছেন যে, আইন না মেনে কাজ করলে প্রশ্ন উঠতে পারে যে কোনও দপ্তর বা বিভাগের প্ররোচনায় কাজ হয়েছে কি না। কিন্তু আইন ও সংবিধান মেনে কাজ করলে নির্বাচন হবে সম্পূর্ণ ফ্রি ও ফেয়ার, যা দেশের গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্ত করবে।

মাছউদ আশা প্রকাশ করেন যে এক সময় সাবেক কমিশনারদের দুর্ভাগ্যজনক পরিণতির পেছনের কারণ নিয়ে গভীর বিশ্লেষণ ও গবেষণা হবে। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ হলো দায়িত্বে থাকা কর্মকর্তাদের আইন মেনে, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা।

মতামত দিন