জাতীয়

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দুই মাস বাড়ল

ডেস্ক রিপোর্ট ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও সমপর্যায়ের কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ ৬০ দিন বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেনাবাহিনীর কর্মকর্তারা ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ ও ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর উল্লেখিত ধারার অপরাধ বিবেচনা ও প্রয়োগ করতে সক্ষম হবেন। সারাদেশে এই ক্ষমতা প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনের ইতিহাস অনুযায়ী, গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রথমবার কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হয়। পরে বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদেরও ক্ষমতা দেওয়া হয়। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে সেনাবাহিনীকে এ ক্ষমতা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মকর্তারা জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা ব্যবহার করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ক্ষমতা মেয়াদ বৃদ্ধির ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র বাহিনীর কার্যক্রম আরও কার্যকর হবে।

মতামত দিন