জাতীয়

সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

ডেস্ক রিপোর্ট ॥ সরকারি ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের সকল সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দেন। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে তুলে ধরা হয়, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদনে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরেনা)-এর ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসে। কিন্তু বাংলাদেশে এই হার মাত্র ৫.৬ শতাংশ।

বর্তমান নীতিমালা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু বর্তমানে চলমান ৫৫টি স্থলভিত্তিক সৌর প্রকল্পের বাস্তবায়ন ২০২৮ সালের আগে সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে, প্রধান উপদেষ্টা বিকল্প ও দ্রুত বাস্তবায়নযোগ্য সমাধান হিসেবে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসানোর নির্দেশ দেন। তিনি বলেন, “সরকার শুধু ছাদ দেবে, কিন্তু পুরো রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের দায়িত্ব থাকবে বেসরকারি উদ্যোক্তাদের হাতে।” এতে সরকারের খরচ কমবে এবং উদ্যোক্তারা বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী হবেন।

বৈঠকে আরও জানানো হয়, রুফটপ সোলার বাস্তবায়নের ফলে সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালগুলোর বিদ্যুৎ বিলের প্রয়োজন হবে না। বরং ছাদ ভাড়া দিয়ে তারা আয় করতে পারবে, যা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সাশ্রয়ে ভূমিকা রাখবে।

এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, তাদের অভিজ্ঞতা বিশ্লেষণ করে সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধান নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

মতামত দিন