জাতীয়

সজীব ওয়াজেদ জয়ের ৬০ কোটি সম্পদের অনুসন্ধান, দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, তদন্তে প্রমাণিত হয়েছে যে ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে সজীব জয়ের অর্জিত সম্পদের সঙ্গে তাঁর বৈধ আয়ের তুলনা অমিল।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, স্থাবর সম্পদ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা। মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। গ্রহণযোগ্য আয়ের তুলনায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।

মহাপরিচালক আক্তার হোসেন জানান, সজীব আহমেদ ওয়াজেদ জয় দায়িত্ব পালনের সময় পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি হুন্ডি ও অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে আমেরিকায় দুটি বাড়ি কিনেছেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা পরিচালনা করেছেন।

দুদক অভিযোগে উল্লেখ করেছে, এসব কার্যক্রম দেশের আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের লঙ্ঘন। এই অপরাধের কারণে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য মামলা দায়ের করা হয়েছে। দুদক মামলা প্রক্রিয়াজাতের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেবে।

মতামত দিন