জাতীয়

সংলাপে ঐক্য, ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা: কমিশন

ডেস্ক রিপোর্ট ॥ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপের প্রথম ধাপ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে তিনি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল নীতিগতভাবে সম্মতি জানিয়েছে।

আলোচনায় সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কিছু বিষয়ে আরও মতবিনিময়ের প্রয়োজন থাকলেও, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন সংস্কার এবং নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ আইনি কাঠামো প্রণয়নের প্রস্তাবে দলগুলোর মধ্যে নীতিগত ঐক্য গড়ে উঠেছে। বিচার বিভাগ সংস্কার নিয়েও আলোচনা হয়েছে এবং এই ক্ষেত্রে আইনজীবীদের মতামত গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা।

নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনায় প্রায় সব দল একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের বিষয়ে একমত হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসার বিষয়ে অধিকাংশ দলের ইতিবাচক অবস্থান পরিলক্ষিত হয়েছে। গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মাধ্যমে জাতীয় জরিপ চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের বিধান যুক্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত পোষণ করেছে। তবে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচনে অংশগ্রহণ রোধে আরপিও সংশোধনের বিষয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত লক্ষ্য করা গেছে।

ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত প্রকাশ করেছে। একইসঙ্গে তিনটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠনের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে অধিকাংশ দল।

জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপে রাজনৈতিক সংস্কার, নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগের কাঠামোগত পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, এই আলোচনাগুলো ভবিষ্যতে দেশের গণতন্ত্র, স্বচ্ছতা ও শাসনব্যবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সংলাপের এই উদ্যোগ দেশের রাজনৈতিক ঐক্যের ভিত্তি দৃঢ় করার পাশাপাশি একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন