শেখ পরিবারের ৮০৮ প্রতিষ্ঠানের নাম বদল করল সরকার
ডেস্ক রিপোর্ট ॥ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা ৮০৮টি স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে মোট ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠান শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও দলীয় রাজনীতিবিদদের নামে নামকরণ করা হয়েছিল। এসবের মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা।
সরকার ইতোমধ্যেই এসবের মধ্যে ৮০৮টির নাম পরিবর্তন সম্পন্ন করেছে। বাকি ১৬৯টি স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
প্রেস উইং-এর বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় অবকাঠামোর নামকরণে নিরপেক্ষতা ও ঐতিহাসিকতা রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসের বিকৃতি রোধ এবং রাষ্ট্রীয় সম্পদের রাজনৈতিক ব্যবহার রোধে সরকার এই উদ্যোগ নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কোনো রাজনৈতিক দলের নেতা বা পরিবারের নামে রাষ্ট্রীয় স্থাপনার অতিমাত্রায় নামকরণ করলে তা রাষ্ট্রের নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। তাই এই পদক্ষেপকে অনেকেই সময়োচিত বলেও মন্তব্য করছেন।
মতামত দিন