রমজানের আগে নির্বাচন সম্পন্নের প্রস্তুতি চলছে: ড. ইউনূস
ডেস্ক রিপোর্ট ॥ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এক ভাষণে এ পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করতে পারে।এই ভাষণ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন রাত ৮টা ২০ মিনিটে দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করেছে। এছাড়া, একই দিনে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জাতীয় ঘোষণাপত্র পাঠ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ ঘোষণাপত্র পাঠ করা হয়।
প্রধান উপদেষ্টা ভাষণে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি কাজ হলো সংস্কার, বিচার এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান। তিনি বলেন, “এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করবে এবং দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকারের জন্য সিদ্ধান্ত নেবে।
মতামত দিন