জাতীয়

রমজানের আগেই ভোট! সিদ্ধান্তের দ্বারপ্রান্তে কমিশন

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা বা অনিশ্চয়তা নেই—এমন আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান। শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত ইউনূস-তারেক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, খুব শিগগিরই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

খলিলুর রহমান বলেন, “নির্বাচন কমিশনের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা যথাসময়ে পদক্ষেপ নেবে এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমরা উভয় পক্ষই যৌথ বিবৃতির মাধ্যমে আমাদের অবস্থান স্পষ্ট করেছি।”
তিনি আরও জানান, রমজান শুরুর আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আলোচনায় গুরুত্বসহকারে বিবেচিত হয়েছে এবং এ বিষয়ে বিএনপির পক্ষ থেকেও ইতিবাচক প্রস্তাব এসেছে।

বৈঠকে মানবাধিকার, রাজনৈতিক সংস্কার ও বিচার ব্যবস্থার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। “যৌথ বিবৃতিতে আমরা সংস্কার ও বিচার প্রসঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিয়েছি। নির্বাচনের আগে এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে বলেই আমরা আত্মবিশ্বাসী,” বলেন খলিলুর।

বৈঠকের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠকের ফলাফল নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। দীর্ঘদিন পর দুই প্রধান রাজনৈতিক পক্ষের মধ্যে এ ধরনের সংলাপ পরিস্থিতি স্থিতিশীল করার সম্ভাবনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই আলোচনার প্রতি গভীর দৃষ্টি রাখছে।

সবার এখন একটাই প্রশ্ন—নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে? দেশবাসী তাকিয়ে আছে নির্বাচন কমিশনের দিকেই। রাজনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের যে পথ উন্মুক্ত হয়েছে, তা যদি সঠিকভাবে এগিয়ে যায়, তাহলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে নতুন আশা তৈরি হবে—এমনটাই প্রত্যাশা সবার।

মতামত দিন