যুক্তরাজ্যে ড. ইউনূসের সফর কূটনৈতিক পুনর্জাগরণ
ডেস্ক রিপোর্ট ॥ যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফরে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসূচিতে রয়েছে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশগ্রহণ। সফরের শুরুতেই হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১১ জুন, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। একই দিনে চ্যাথাম হাউসে তার ভাষণ ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
বিশেষ গুরুত্ব পাচ্ছে তার বাকিংহাম প্যালেস সফর। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস। এই পুরস্কার শান্তি, সৌহার্দ্য ও উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়।
তবে সফর ঘিরে কিছু বিতর্কও তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, শেখ রেহানার কন্যা ও সাবেক ব্রিটিশ মিনিস্টার টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দুদকের দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
এছাড়াও ১৩ জুন তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক রয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও এই সফরের অংশ। সবমিলিয়ে ড. ইউনূসের সফর শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিক পরিসরেও বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন