যান্ত্রিক ত্রুটিতে বাতিল ঢাকা-কুয়েত ও দুবাই ফ্লাইট
ডেস্ক রিপোর্ট ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যান্ত্রিক ত্রুটি ও উড়োজাহাজ সংকটের কারণে নিয়মিত ফ্লাইট পরিচালনায় বাধা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা-কুয়েত ও ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের দুইটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।সূত্র জানায়, বিমানের বিভিন্ন উড়োজাহাজে যান্ত্রিক সমস্যার কারণে কিছু মেরামতের মধ্য দিয়ে চললেও, কিছু বিমান এখনও গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। ঢাকা থেকে আজ কুয়েত ও দুবাই যাওয়ার কথা ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে, কিন্তু উড়োজাহাজ সংকটের কারণে উভয় ফ্লাইটই বাতিল হয়।
ঢাকা-কুয়েত রুটের বিজি-৩৪৩ ফ্লাইট বিকেল ৩টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি ছাড়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা ৫ মিনিট। বাতিল হওয়া ফ্লাইট দুটি আগামীকাল পুনরায় পরিচালিত হবে এবং নতুন সময়সূচি যাত্রীদের জানানো হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।
রোমে গ্রাউন্ডেড থাকা ওই ড্রিমলাইনারের মেরামতের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচজন প্রকৌশলী রোমে অবস্থান করছেন। আশা করা হচ্ছে, আজ সন্ধ্যার মধ্যে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়ন উপযোগী হবে। মেরামত শেষে রোমে আটকা পড়া যাত্রী ও ক্রুদের ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে ১০ আগস্ট রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার গ্রাউন্ডেড হয়েছিল। ওই ফ্লাইটে থাকা ২৬২ জন যাত্রী ও ক্রুদের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।
এই পরিস্থিতি যাত্রীদের জন্য বড় ধরণের ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিমান সংস্থার পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হলেও, এই ধরনের সংকট যাত্রীসেবায় নেতিবাচক প্রভাব ফেলছে।
মতামত দিন