যমুনায় সস্ত্রীক সাক্ষাতে সেনাপ্রধান, বার্তা শান্তিপূর্ণ সহাবস্থানের
ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সস্ত্রীক এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ সাক্ষাৎ ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ। তিনি লেখেন, “আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।”
এ সাক্ষাৎকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অতিথি ভবনের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। উভয়পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময় ছাড়াও জাতীয় নিরাপত্তা ও সমুদ্র সীমা সুরক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে আন্তরিক আলোচনা হয় বলে একটি সূত্র জানিয়েছে।
এই সাক্ষাৎ বাংলাদেশের সামরিক নেতৃত্ব ও প্রশাসনের উচ্চপর্যায়ে সুসম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিচ্ছবি হিসেবেই দেখা হচ্ছে।
মতামত দিন