মুসলিম উম্মাহর কল্যাণে সম্মিলিত দোয়া মুনাজাত
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত, যেখানে হাজারো মুসল্লির সঙ্গে অংশ নেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জামাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। নামাজ শেষে মুনাজাতে তিনি মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।তিনি তার খুতবায় বলেন, হজ ও কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো তাওহিদ বা এক আল্লাহর প্রতি বিশ্বাস। তিনি বলেন, কোরবানি ও হজ হচ্ছে ইখলাস ও তাক্বওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।
মুফতি আব্দুল মালেক আরও বলেন, কোরবানি যেন অরাজকতা সৃষ্টি না করে। পরিবেশ পরিষ্কার রাখা এবং নির্ধারিত স্থানে পশু জবাই করা ইসলামের শিক্ষা ও সামাজিক দায়িত্ব। তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, পরিচ্ছন্নতাও একটি ইবাদত, এবং তা ঈমানের অঙ্গ।
এছাড়াও, তিনি ফিলিস্তিনের মুসলিমদের জন্য হৃদয়স্পর্শী দোয়া করেন এবং বলেন, নির্যাতিতদের পাশে দাঁড়ানো মুসলিম বিশ্বের দায়িত্ব। এই সংকটে মুসলিম শাসকদের একতাবদ্ধ হয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এবারের প্রধান জামাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, প্রবাসী ও আন্তর্জাতিক অতিথিসহ বিচারপতি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। মুসল্লিরা সম্মিলিতভাবে দোয়ায় অংশ নিয়ে ঈদের এই উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন।
মতামত দিন