মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
ডেস্ক রিপোর্ট ॥ শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) দেশবাসীকে উদ্দেশ্য করে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, কোনো শক্তি দেশবাসীর ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না।ড. ইউনূস বাংলাদেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মদিন শুধু হিন্দু ধর্মের উৎসব নয়, এটি ন্যায় ও মানবতার বাণীরও প্রতীক। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং শান্তি প্রতিষ্ঠার প্রতীক হিসেবে মানবজাতির কাছে শ্রীকৃষ্ণের শিক্ষা দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির একটি অনন্য বৈশিষ্ট্য, যা দেশের দীর্ঘ ঐতিহ্য ধরে রেখেছে।
ড. ইউনূস বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে। তিনি সবাইকে আহ্বান জানান, মিলেমিশে কাজ করে শান্তিপূর্ণ ও সাম্যপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবদান রাখবে।
মতামত দিন