জাতীয়

মালয়েশিয়ায় ইউনূস-আনোয়ার ঐতিহাসিক দ্বিপক্ষীয় ৫ চুক্তি স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট ॥ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য, অভিবাসনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়। এসব চুক্তি দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকের আগে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে তাকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর দুই নেতা একান্ত আলোচনায় বসেন এবং পরে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেন। আলোচনায় অভিবাসন ও বিনিয়োগকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। প্রেস সচিব শফিকুল আলমের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, যাদের কল্যাণ ও কর্মসংস্থানের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে ড. ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আজই একটি ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন, যেখানে দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে তাকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল স্বাগত জানান। তখনও তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

আগামীকাল বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) ড. ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

মতামত দিন