জাতীয়

ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট ॥ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য বাংলাদেশ সরকার ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, বডিক্যামের ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এসব ক্যামেরা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনকালে পুলিশ সদস্যরা এই ক্যামেরা বুকে ধারণ করবেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঠিক তথ্য সংগ্রহ সম্ভব হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অক্টোবর মাসের মধ্যে ক্যামেরাগুলো কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে নির্বাচনের আগে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়া যায়। এই প্রশিক্ষণ বডিক্যামের কার্যকারিতা ও এআই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করবে।

বাংলাদেশ সরকার জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে সরবরাহ নিয়ে যোগাযোগ করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করতে এবং প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

বৈঠকে নির্বাচনী তথ্য সরবরাহের জন্য একটি অ্যাপ চালুর পরিকল্পনা উপস্থাপন করা হয়। এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের হালনাগাদ, প্রার্থীর তথ্য ও অভিযোগ জানানোর সুযোগ থাকবে। সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় ১০ কোটির বেশি ভোটার যাতে সহজেই এই অ্যাপ ব্যবহার করতে পারেন।

নিরাপত্তা ব্যবস্থা ও ডিজিটাল সুবিধার সমন্বয়ে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

মতামত দিন