বৈশ্বিক হালাল শিল্পে বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগের ঘোষণা
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশগ্রহণ বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়টি নিশ্চিত করেন এবং দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজাহ হাকিমাহ বিনতি মোহাম্মদ ইউসুফ নেতৃত্ব দেন। এছাড়াও ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগের মহাপরিচালক সিরাজুদ্দিন বিন সুহাইমি এবং হালাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফাইন সাহারি উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজার বর্তমানে তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে তা পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। বর্তমানে বিশ্বের প্রধান হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক মালয়েশিয়ায় অবস্থিত, যা বাজারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হলেও অবকাঠামো উন্নয়ন ও হালাল সনদ প্রদানের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে দেশে মাত্র ১২৪টি প্রতিষ্ঠান হালাল সনদ পেয়েছে, যা বাজার সম্ভাবনার তুলনায় অপ্রতুল।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, মালয়েশিয়ার সহযোগিতায় দেশের হালাল শিল্পের উন্নয়নে রূপরেখা তৈরি সম্ভব এবং যৌথ উদ্যোগে একটি শক্তিশালী শিল্প গড়ে তোলা যাবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকটিকে “মূল্যবান শিক্ষামূলক অভিজ্ঞতা” হিসেবে বর্ণনা করে মালয়েশিয়ান প্রতিনিধিদের ধন্যবাদ জানান। মালয়েশিয়ার ইসলামিক ডেভেলপমেন্ট বিভাগের মহাপরিচালক সিরাজুদ্দিন বিন সুহাইমি জানান, তারা শিগগিরই বাংলাদেশের প্রয়োজনীয়তা মূল্যায়নে একটি দল পাঠাবেন।
অর্থনীতিবিদদের মতে, এই সহযোগিতা বাংলাদেশের রপ্তানি বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিশ্ববাজারে হালাল পণ্যের অবস্থান শক্তিশালী করবে।
মতামত দিন