বিশ্ববিদ্যালয় নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ততা নেই: আইএসপিআর
ডেস্ক রিপোর্ট ॥ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, এসব নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। সোমবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। কোনো বাহ্যিক চাপ বা হস্তক্ষেপ এ প্রক্রিয়ায় নেই। তাদের দাবি, এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বাভাবিক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য নেওয়া পদক্ষেপ।
অনেক বছর পর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনের আগে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেনাবাহিনীর নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে সেনাবাহিনী। তারা মনে করছে, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন গুজব নির্বাচনী পরিবেশ ব্যাহত করার প্রচেষ্টা। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা এসব গুজবে প্রভাবিত না হন।
সেনাবাহিনী প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উল্লেখ করেছে, নির্বাচনে সব প্রার্থী ও ভোটারদের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি।
সেনাবাহিনীর এই ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকেই মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ার একটি দৃষ্টান্ত স্থাপিত হবে, যা ভবিষ্যতে জাতীয় নির্বাচনের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, কয়েক বছর পর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন দেশের বিশ্ববিদ্যালয় রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীরা দায়িত্বশীলভাবে ভোট প্রদান করে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবেন।
মতামত দিন