জাতীয়

বিলকিস শিরিনের বিরুদ্ধে প্রতিবেদন, যুগান্তরকে নোটিশ

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে প্রকাশিত এক প্রতিবেদনকে কেন্দ্র করে দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আখতার ফারুক শাহীনকে আইনী নোটিশ প্রদান করা হয়েছে। এই নোটিশ গত ১৯ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী তানিয়া সুলতানার মাধ্যমে প্রেরণ করেন বিএনপি নেত্রী শিরিন।

নোটিশে দাবি করা হয়, ২০২৪ সালের ১১ আগস্ট দৈনিক যুগান্তরে “১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরিনের” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক এবং মানহানিকর। শিরিনের আইনজীবী জানান, এই সংবাদের কোনও ভিত্তি নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার কৌশল হিসেবে প্রকাশিত হয়েছে।

এছাড়াও আইনজীবী তানিয়া সুলতানা নোটিশে উল্লেখ করেন, সংবাদ প্রকাশের পূর্বে কোনো ধরনের সত্যতা যাচাই না করেই একতরফাভাবে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। শিরিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংবাদপত্রটি যেন তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার পাশাপাশি সংশোধিত সংবাদ প্রকাশ করে।

আইনী নোটিশে আরো বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ না করলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে বরিশাল সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই নোটিশকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর হুমকি হিসেবে দেখছেন, আবার অনেকেই পেশাদার সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরছেন।

এদিকে, এখন পর্যন্ত যুগান্তর পত্রিকা বা সাংবাদিক আখতার ফারুক শাহীন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

মতামত দিন