জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি খাতে সাশ্রয়ের নজিরবিহীন উদ্যোগ: অন্তর্বর্তী সরকারের অর্জন

ডেস্ক রিপোর্ট ॥ বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকার গত এক বছরে ১৪ হাজার ১৩১ কোটি ৮১ লাখ টাকার সাশ্রয় করেছে। ২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া এই পদক্ষেপে আইন সংশোধন, আন্তর্জাতিক ও দেশীয় বাণিজ্যিক ব্যাংক ও সংস্থার সঙ্গে কনসোর্টিয়াম গঠনসহ নানা দিক থেকে খরচ কমানো হয়েছে।

জ্বালানি বিভাগের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ বাতিল ও ২৩টি সংস্থার মাধ্যমে ৪৯ কার্গো জ্বালানি কম মূল্যে কেনার ফলে ৩০২ কোটি ৭০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। এছাড়া, পেট্রোবাংলার স্বল্পমেয়াদি চুক্তিতে ৩০৮ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

আন্তর্জাতিক গ্যারান্টি সুবিধার আওতায় গঠিত কনসোর্টিয়াম ২০২৭ সাল থেকে সুবিধার পরিমাণ ৭০০ মিলিয়ন ডলারে উন্নীত করবে, যেখানে ২ হাজার ৭৭২ কোটি টাকা সাশ্রয়ের আশা রয়েছে। সরকার টু সরকার আলোচনায় ৭ হাজার ৫৪ কোটি টাকার সাশ্রয় অর্জিত হয়েছে।

পাথর ভাঙার বিস্ফোরক ক্রয়ে ২ কোটি ৪০ লাখ টাকা, বিভিন্ন গ্যাস চুক্তি থেকে বছরে হাজার কোটি টাকার রাজস্ব বৃদ্ধি হয়েছে। পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানির সঙ্গে সিস্টেম লস কমানোর রোডম্যাপ বাস্তবায়নে ২১৮ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

বাপেক্স ১৫০টি কূপ উন্নয়ন, তিনটি রিগ কেনা ও ১৯টি কূপ ওয়ার্কওভার করে ৮২ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করছে, যা থেকে ১ হাজার ৯৪৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। গ্যাস পাইপলাইন ও স্টেশন নির্মাণ ও সংস্কারে কোটি কোটি টাকা সাশ্রয় হয়েছে।

সরকারের এই খরচ সাশ্রয়ী উদ্যোগ দেশকে আরও শক্তিশালী ও সাশ্রয়ী জ্বালানি খাতে পরিণত করেছে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন