বিদেশে পাচারকৃত বাংলাদেশী ৪০ হাজার কোটি টাকার সন্ধান মিলল
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে, যা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে বিভিন্ন দেশ ও শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সিআইসি মহাপরিচালক আহসান হাবিবের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানান।সূত্র জানায়, এই সময় নয়টি দেশে ৩৫২টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যা বাংলাদেশি টাকার বিনিময়ে অর্জিত হয়েছে। দেশগুলো হলো অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমেনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক। সিআইসি এসব দেশে সরেজমিনে পরিদর্শন চালিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।
আহসান হাবিব জানান, এ পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ৩৪৬টি সম্পত্তি পাচার হয়েছে। এই সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি পাচারের সঙ্গে জড়িতদের দণ্ড নিশ্চিত করার কাজ চলছে। কাজে ছয়টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা সহযোগিতা করছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং দেশের সম্পদকে বিদেশে লুট হওয়া থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি দুদক, সিআইসি, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি আরও উল্লেখ করেন, এই লুটপাট দেশের জন্য ভয়াবহ দেশদ্রোহিতা হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সিআইসি দেশের সম্পদ উদ্ধার ও পাচারকারীদের সনাক্ত করতে আরও গভীর অনুসন্ধান চালাচ্ছে। সরকারের সর্বাত্মক সহযোগিতায় দেশের স্বার্থে সম্ভাব্য সব দেশে অনুসন্ধান বিস্তৃত হবে।
মতামত দিন