বিদেশি হস্তক্ষেপে আপত্তি, নির্বাচন অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব
ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি প্রতিক্রিয়া ও মন্তব্যের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, এবং এ নিয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারে। তিনি দেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।ভারতের প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের কারণে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা এখনও অমলিন। তার মতে, দলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কাঠামো ধ্বংস করে মতপ্রকাশের অধিকার হরণ করেছে এবং একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এতে করে দেশের গণতান্ত্রিক সংস্কৃতি গভীর সংকটে পড়েছে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ বারবার দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছে, যার ফলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আপসের শিকার হয়েছে। এসব কারণে জনগণের শক্তিশালী ভূমিকা এবং সচেতনতার এখনই প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে শফিকুল আলম জানান, এই সংস্কার শুধু একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নয়, বরং সম্পূর্ণ রাজনৈতিক কাঠামোর পুনর্গঠনের অংশ। তিনি বলেন, “আমরা এমন একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে রয়েছি, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে সর্বাগ্রে।”
আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়ে প্রশ্নে তিনি বলেন, এটি কোনো প্রতিশোধমূলক সিদ্ধান্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য নেওয়া পদক্ষেপ। তিনি দাবি করেন, অতীতে বারবার প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন কমিশনসহ গোটা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।
শেষে তিনি জানান, সরকার জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে দায়ী রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন