জাতীয়

বিচার ব্যবস্থার গতি বাড়াতে শপথ নিলেন নতুন ২৫ বিচারপতি

ডেস্ক রিপোর্ট ॥ হাইকোর্ট বিভাগে নতুন করে ২৫ জন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিচারপতিদের উপস্থিতিতে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।

শপথ নেওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, আইন ও বিচার বিভাগের কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন পদে কর্মরত অভিজ্ঞ ব্যক্তিবর্গ। নতুন নিয়োগের মাধ্যমে হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের মামলা জট কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, শপথ নেওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এবং আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা এবং একাধিক ডেপুটি অ্যাটর্নি জেনারেলও শপথ গ্রহণ করেছেন।

তালিকায় আরও রয়েছেন আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক। নারী বিচারপতিদের মধ্যে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম উল্লেখযোগ্য।

সরকার গত সোমবার রাতে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনে এই নিয়োগ কার্যকর করে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শপথ গ্রহণের পর নবনিযুক্ত বিচারপতিরা দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার শপথ করেন। আইনজীবীদের মতে, এ ধরনের নিয়োগ সময়োপযোগী পদক্ষেপ, যা বিচার ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

মতামত দিন