বাতিল হলো সাইবার আইন, আসছে নতুন বিধান
নিজস্ব প্রতিবেদক ॥ সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিতর্কিত ৯টি ধারা বাতিলের ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলোর অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাতিল হওয়া ধারাগুলোর অধীনে পূর্ববর্তী সরকার ৯৫ শতাংশ রাজনৈতিক মামলা দায়ের করেছিল।”উপদেষ্টা বলেন, “এই ৯টি ধারা মূলত মতপ্রকাশ, ফেসবুক পোস্ট বা সমালোচনার মাধ্যমে নাগরিকদের হয়রানি করতে ব্যবহৃত হতো। এখন এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং এসব মামলায় অভিযুক্তরা স্বস্তি ফিরে পাবেন।”
বিগত সরকারের আমলে জাতির পিতা ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে করা মামলাও এই বাতিল হওয়া ধারার আওতাভুক্ত ছিল। তাই এসব মামলাও আর বহাল থাকছে না।
নতুন আইনে নাগরিকদের মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপের সুযোগ সীমিত করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র নারী ও শিশুর বিরুদ্ধে ডিজিটাল নিপীড়ন এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো দুই ধরনের অপরাধ মামলা হিসেবে গণ্য হবে।
এসব মামলার ক্ষেত্রেও কঠোর নিরাপত্তাবিধান রয়েছে—যদি আদালত মনে করেন মামলাটি ভিত্তিহীন, তাহলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে তা বাতিল করতে পারবেন।
আইন উপদেষ্টা বলেন, “এই পরিবর্তনের ফলে নাগরিকদের কণ্ঠরোধ করার সংস্কৃতি বন্ধ হবে এবং ডিজিটাল অধিকার রক্ষা পাবে।”
এই আইনি সংস্কার বর্তমান সরকারের মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত দিন