জাতীয়

বাংলাদেশ ও পাকিস্তান কূটনৈতিক ভ্রমণ সহজতর, ভিসা ছাড়া নতুন সুবিধা

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা এখন থেকে বিনা ভিসায় একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক ভিসা অব্যাহতির চুক্তি পাঁচ বছরের জন্য অনুমোদন করা হয়। এতে কূটনৈতিক ও সরকারি স্তরে ভ্রমণ কার্যক্রম আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবে। একই সুবিধা পাকিস্তানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরাও পাবেন।” তিনি আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশ এ ধরনের পারস্পরিক চুক্তি আরও ৩১টি দেশের সঙ্গে সম্পন্ন করেছে।

এ চুক্তির ফলে দুই দেশের সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের ভ্রমণ প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি সময় ও খরচ সাশ্রয় হবে। এতে কূটনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে কর্মকর্তারা মনে করছেন।

বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক বিনিময় এবং দুর্নীতি দমন সংক্রান্ত বিষয়ও আলোচিত হয়। প্রেস সচিব জানান, পূর্ববর্তী সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক চুরি ও দুর্নীতি হয়েছে। সরকারি খাত থেকে লোপাট হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকা ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলো ইতোমধ্যে এ প্রক্রিয়ায় কাজ শুরু করেছে। তবে সম্পূর্ণ অর্থ ফেরত আনতে কয়েক বছর সময় লাগতে পারে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। এতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের অবস্থান ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

মতামত দিন