জাতীয়

বাংলাদেশের নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট ॥ বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার এক বাণীতে বলেন, “দেশের সমুদ্রসীমার উন্নয়নে পেশাজীবীদের দক্ষতা ও নিষ্ঠার বিকল্প নেই।”

তিনি বলেন, ‘সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান অ্যাকশন’ এবারের প্রতিপাদ্য বিষয়। এটি গভীর সমুদ্রের তলদেশের তথ্য সংগ্রহের গুরুত্বকে সামনে নিয়ে এসেছে, যা সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রফেসর ইউনূস আরও বলেন, সমুদ্রের সঠিক জরিপ, চার্ট প্রস্তুতি ও তথ্য বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী হাইড্রোগ্রাফিক বিভাগ দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করছে। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী মহীসোপান অঞ্চলের সীমানা নির্ধারণ এবং নীল অর্থনীতির বিকাশে এ বিভাগের ভূমিকা অপরিসীম।

তিনি বলেন, বর্তমান সরকার দেশকে উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে চাইছে। এজন্য সমুদ্র সম্পদের সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, হাইড্রোগ্রাফিক বিভাগ সমুদ্র বন্দরের উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান, এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সকলকে এই ক্ষেত্রে আরও পেশাদার ও দক্ষ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের অর্থনীতির মজবুত ভিত্তি গড়ে তোলায় হাইড্রোগ্রাফির গুরুত্ব অপরিসীম।”

মতামত দিন