জাতীয়

বাংলাদেশীদের হজ সেবায় নতুন যুগের সূচনা ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট ॥ সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সেবা সহজীকরণে ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এটি বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি সংযোজনের একটি নতুন অধ্যায় বলে উল্লেখ করেন তিনি। অ্যাপটির মাধ্যমে হজযাত্রীরা ধর্মীয় কার্যক্রম, স্বাস্থ্যসেবা, দিকনির্দেশনা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অ্যাপটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, “হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারেন, সে লক্ষ্যে এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, চলতি বছর হজের সময় থেকেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে এবং আগামী বছর হজের প্রস্তুতির প্রাথমিক পর্যায় থেকেই এটি ব্যবহার উপযোগী হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এ বিষয়ে প্রস্তুতি নিতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও জানান, যেসব দেশ উন্নত হজ ব্যবস্থাপনা চালু করেছে, তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হবে এবং যেসব দেশ এখনও এমন সেবা পায়নি, তাদেরকে ‘লাব্বাইক’ অ্যাপের কারিগরি সহায়তা বিনামূল্যে প্রদান করা হবে।

এ সময় তিনি অ্যাপ তৈরির সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ত্রুটিমুক্ত ও কার্যকরী করে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ‘লাব্বাইক’ অ্যাপ ছাড়াও হজ প্রিপেইড কার্ড এবং হজ রোমিং প্যাকেজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন