বন্দর আধুনিক না হলে অর্থনীতি থেমে যাবে: প্রধান উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের অর্থনীতির অগ্রগতির জন্য চট্টগ্রাম বন্দর অপরিহার্য। তিনি বলেন, বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন।ড. ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড দুর্বল হলে যেমন শরীর চলতে পারে না, তেমনি বন্দর যদি আধুনিক না হয়, তবে অর্থনীতি কখনোই গতিশীল হবে না। তিনি বলেন, বন্দরকে বিশ্বমানের করে তুলতে না পারলে রপ্তানি ও আমদানির গতিও বাধাগ্রস্ত হবে।
প্রধান উপদেষ্টা অভিযোগ করেন যে, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন খুব ধীর গতিতে হচ্ছে। যানজট, অব্যবস্থাপনা ও পণ্য খালাসে বিলম্বের কারণে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। তিনি আরো জানান, এসব সমস্যার সমাধানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তিনি সরাসরি কাজ শুরু করেছেন।
চট্টগ্রাম সফরের শুরুতেই ড. ইউনূস বন্দর পরিদর্শন করেন এবং পরে তিনি কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। এরপর চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ২৩ একর জমি হস্তান্তর করা হয় এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন।
পরে তিনি হাটহাজারী-অক্সিজেন সড়ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ হাজারের বেশি শিক্ষার্থীকে সনদ প্রদান করেন এবং ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য ‘ডি লিট’ ডিগ্রি গ্রহণ করেন।
মতামত দিন