জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার শঙ্কা বাড়ছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশের সাতটি নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে এসব এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাবে। এসব এলাকার নদীবন্দরগুলোকে তাই এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীপথে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নদীবন্দর সংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে হচ্ছে, যা উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য সৃষ্টি করেছে। এর ফলে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি স্থানীয়ভাবে ঝড়ো হাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে।

জনসাধারণকে নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

মতামত দিন