প্রকৃতিকে বাঁচালে মাছ উৎপাদন টিকবে: ড. ইউনূস
ডেস্ক রিপোর্ট ॥ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই সম্পদ টিকিয়ে রাখতে হলে প্রকৃতি ও পানির প্রতি আরও সদয় হতে হবে। তিনি সতর্ক করে বলেন, “প্রকৃতি-প্রতিবেশ ধ্বংস হলে মাছ উৎপাদন একদিন বন্ধ হয়ে যাবে।”সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, “মাছ আল্লাহর দান, প্রকৃতির উপহার। কিন্তু আমরা নদী শাসনের কথা বলি, নদী পালনের কথা বলি না। প্রকৃতির সঙ্গে নির্দয় আচরণ অব্যাহত থাকলে একদিন মাছ কেবল স্মৃতিতে রয়ে যাবে।”
তিনি উল্লেখ করেন, সামুদ্রিক মৎস্য সম্পদে বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকলেও তা এখনও পুরোপুরি আহরণ করা যাচ্ছে না। এজন্য উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে। তবে সম্ভাবনার পাশাপাশি নানা দুর্ভাবনাও রয়েছে। অবৈধ জাল ব্যবহার, নদীতে বর্জ্য ফেলা, কীটনাশকের অপব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মাছ উৎপাদনে মারাত্মক সংকট তৈরি করছে।
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের এমন টেকসই পদ্ধতি আবিষ্কার করতে হবে যা মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা করবে। অন্যথায় খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।” তিনি আহ্বান জানান, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার মাধ্যমেই দেশীয় মাছের ভাণ্ডার আবার সমৃদ্ধ করা সম্ভব।
ড. ইউনূস আরও বলেন, “মৎস্য সম্পদ শুধু অর্থনীতিতে অবদান রাখছে না, লাখ লাখ মানুষের কর্মসংস্থানও জোগাচ্ছে। তাই এ খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।”
অনুষ্ঠান শেষে তিনি মৎস্য খাতে অবদানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং সবাইকে টেকসই মৎস্য আহরণে এগিয়ে আসার আহ্বান জানান।
মতামত দিন