জাতীয়

পুলিশ ‘কিলার ফোর্স’ হতে পারে না: আইজিপি বাহারুল আলম

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ বাহিনীর কাছে প্রাণঘাতী অস্ত্র রাখার প্রয়োজন নেই উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ কোনো ‘কিলার ফোর্স’ হতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে শটগানের মতো নন-লিথাল (অপ্রাণঘাতী) অস্ত্র থাকলেই যথেষ্ট। মঙ্গলবার মিরপুরে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টা বোঝাতে চেয়েছে, তা হলো, যেসব অস্ত্রের গুলিতে নিশ্চিত মৃত্যু ঘটে, যেমন—রাইফেল, সেসব আমরা এড়িয়ে চলব। রাইফেল থেকে বুলেট নির্গত হয়। এগুলোর ব্যবহার আমরা নিরুৎসাহিত করছি।”

তিনি আরও বলেন, “অন প্রিন্সিপাল আমরা মনে করি, পুলিশ কিলার ফোর্স হতে পারে না। আমাদের কাছে বড়জোর শটগান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। পুলিশের অস্ত্রাগার (আর্মামেন্টেরিয়াম) নিয়ে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আইজিপি বাহারুল আলম জানান, সাধারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের হাতে নন-লিথাল অস্ত্র থাকা বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যবস্থা। তবে যেসব অঞ্চলে বিদ্রোহ বা বিশেষ ধরনের ঝুঁকি রয়েছে, সেসব স্থানে পুলিশের ভূমিকা ভিন্ন হতে পারে।

সাম্প্রতিক সময়ে পুলিশের ভূমিকা ও অস্ত্রের ব্যবহার নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে আইজিপির এমন মন্তব্যকে ইতিবাচক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জনবান্ধব পুলিশিং এবং মানবাধিকার রক্ষায় এ ধরনের পদক্ষেপ সময়োপযোগী।

এদিন মিরপুর-১৪ পুলিশ স্টাফ কলেজের পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতামত দিন