জাতীয়

পারস্পরিক সহনশীলতায় বাংলাদেশ হবে শক্তিশালী রাষ্ট্র: সেনা প্রধান

ডেস্ক রিপোর্ট ॥ শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে শনিবার (১৬ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত শোভাযাত্রা উদ্বোধনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মন্তব্য করেন, “দেশ সবার। এখানে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্মীয় অনুষ্ঠানের আনন্দসহ উদযাপন করতে সবাই স্বাধীন।”

তিনি আরও বলেন, দেশের সব নাগরিক সমান অধিকারভোগী এবং সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। “নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা সকলে একত্রে কাজ করব,” সেনাপ্রধান উল্লেখ করেন।

এছাড়া বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, “শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়াই নয়, ন্যায়ের পথে চলার প্রেরণাও যোগায়।” নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, “পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব। শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও আলোর সত্য প্রজ্জ্বলিত করেন।”

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

উক্ত অনুষ্ঠান দেশের বিভিন্ন সম্প্রদায়ে সহনশীলতা, ঐক্য ও ধর্মীয় সম্প্রতি বৃদ্ধির বার্তা বহন করেছে।

মতামত দিন