নির্বাচন প্রস্তুত, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর যানজট সমস্যা নিরসনে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৪ জুন) সকালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, "যানজটের মূল কারণ দেশের সড়ক পরিমাণ কম হওয়া। আদর্শভাবে একটি দেশের মোট আয়তনের ২০ শতাংশ জুড়ে রাস্তা থাকা উচিত, অথচ বাংলাদেশে তা ৭ শতাংশেরও কম। অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে যানবাহনের সংখ্যা। এ বৈষম্যই যানজটের মূল কারণ।"
তিনি জানান, সরকার এই সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো সক্রিয় করা হচ্ছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে সড়ক অবকাঠামোর প্রসারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এপিবিএনের পরিকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “২০০টি নতুন গাড়ি যুক্ত করা হচ্ছে। তাদের থাকার জায়গা তুলনামূলক ভালো হলেও থানা পুলিশের অবস্থা খারাপ। সেটিও উন্নয়নের আওতায় আনা হবে।”
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বলেন, “গত ১১ মাসে পরিস্থিতি অনেক ভালো হয়েছে। ঈদে বড় কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
নির্বাচনের বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি আছে, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
তিনি সবশেষে বলেন, "ছোটখাটো ঘটনা ঘটবেই, তবে তা যেন বড় আকার ধারণ না করে, সেদিকে নজর দিচ্ছি।"
মতামত দিন