জাতীয়

নির্বাচন করিয়ে চুপচাপ সরে দাঁড়াবো: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন কোনো সরকারের অংশ হবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে বুধবার (১১ জুন) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নো ওয়ে, নো ওয়ে” (একদমই না)।

সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের পর গঠিত গণতান্ত্রিক সরকারে তিনি বা তার উপদেষ্টা পরিষদের কেউ কি কোনো পদে থাকবেন কিনা। জবাবে ড. ইউনূস বলেন, নির্বাচনের পরে দায়িত্ব শেষ করেই তারা সরে দাঁড়াবেন। তার ভাষায়, “আমাদের দায়িত্ব হলো একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।”

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যেন নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

ড. ইউনূস এ সময় বলেন, “১৭ বছর পর বাংলাদেশ সত্যিকারের একটি নির্বাচন পেতে যাচ্ছে, যা আমাদের ইতিহাসে সম্ভবত সবচেয়ে ভালো নির্বাচন হবে। এই নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা অনেক, এবং আমরা সেই প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল।”

সংলাপ শেষে তিনি চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটি আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ড. ইউনূসের বক্তব্যে উঠে এসেছে, তারা ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো সুবিধার জন্য দায়িত্ব পালন করছেন না। বরং দেশকে একটি স্থিতিশীল, গ্রহণযোগ্য ও বৈধ নির্বাচনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করে দিয়ে বিদায় নিতে চান।

এ ধরনের অবস্থান স্পষ্টভাবে বোঝায়, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

মতামত দিন