জাতীয়

নির্বাচন কমিশন প্রস্তুত, ভোট ৩০ জুনের আগে: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচন ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচন নির্ধারিত সময়ের আগেও হতে পারে, তবে একদিনও পিছিয়ে ৩০ জুনের পর নয়। রোববার (১ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বা জুন—যেকোনো মাসে নির্বাচন হতে পারে। তবে সংবিধান অনুযায়ী ৩০ জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক সংলাপ ও জাতীয় ঐকমত্যের অগ্রগতির দিকটিও বিবেচনায় নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করবে। দেশবাসী যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে, সেদিকে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।”

প্রেস সচিবের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে চলমান অনিশ্চয়তা অনেকটাই পরিষ্কার হয়েছে। নির্বাচন-ভিত্তিক রাজনৈতিক প্রস্তুতি ও সংলাপের গুরুত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে হলেও তারিখ নির্ধারণে রাজনৈতিক বাস্তবতা ও ঐকমত্যের দিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আভাস মিলেছে। নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এই ঘোষণার মাধ্যমে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো এবং ভোটারদের মধ্যে নতুন করে সচেতনতা ও প্রস্তুতির পরিবেশ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন