জাতীয়

নির্বাচন কমিশনের কাজ গ্যাজেট প্রকাশ, শপথ নয়—ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব গ্যাজেট প্রকাশ পর্যন্ত সীমাবদ্ধ, শপথ পাঠ করানো তাদের দায়িত্ব নয়—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে উদ্ভূত প্রশ্নে তিনি বলেন, “ডিএসসিসি নির্বাচন সংক্রান্ত মামলার আপিল বিভাগের পর্যবেক্ষণ আমরা বিশদভাবে দেখেছি। কমিশনের কাজ গ্যাজেট প্রকাশের মধ্যে সম্পন্ন হয়েছে।”

তিনি আরও বলেন, “গ্যাজেট প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এর পর আর ইসির কিছু করণীয় নেই।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ ট্রাইব্যুনালে মামলা করেন।

২০২৪ সালের মার্চ মাসে ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। পরবর্তীতে নির্বাচন কমিশনও তার পক্ষে গ্যাজেট প্রকাশ করে।

তবে এই গ্যাজেট প্রকাশের পরও ইশরাকের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে কমিশনের অবস্থান স্পষ্ট করতে এই বক্তব্য দেন ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, “ইসি মনে করে, গ্যাজেট প্রকাশ করেই তারা দায়িত্ব শেষ করেছে। এখন শপথের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।”

মতামত দিন